ভারতে আবারও যুক্ত হতে পারে সিন্ধু: রাজনাথ সিং
- আপডেট সময় : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১০১৪ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত
ভারতের সীমান্ত বদলে যেতে পারে এবং প্রয়োজনে সিন্ধু অঞ্চল ভবিষ্যতে আবারও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। এমন মন্তব্যই করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেছেন, আজ সিন্ধু অঞ্চল ভারতের অংশ না হলেও ভবিষ্যতে এ অঞ্চল আবারও ভারতে ফিরে আসতে পারে। দেশভাগ, সিন্ধু নদের সাংস্কৃতিক গুরুত্ব এবং কাশ্মির প্রসঙ্গ মিলিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভি
১৯৪৭ সালের দেশভাগের পর সিন্ধু নদের পার্শ্ববর্তী এলাকা সিন্ধু প্রদেশ পাকিস্তানের অংশ হয়। তখন অন্যান্য অঞ্চলের মতো সেখানকারও অনেকেই ভারতের বিভিন্ন স্থানে চলে আসেন।
রাজনাথ সিং বলেন, সিন্ধি হিন্দুরা, বিশেষ করে এলকে আদভানির মতো প্রবীণ প্রজন্ম আজও ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতাকে মেনে নিতে পারেননি।
তিনি বলেন, ‘আদভানি জি তার এক বইতে লিখেছেন, সিন্ধি হিন্দুরা বিশেষ করে তার প্রজন্মের মানুষ এখনো সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নেয়নি।’
রাজনাথ দাবি করেন, ‘শুধু সিন্ধুর মানুষই নয়, পুরো ভারতের হিন্দুরাই সিন্ধু নদকে পবিত্র মনে করে। এমনকি সিন্ধুর বহু মুসলমানও এটা বিশ্বাস করতেন। এ কথাটিও আদভানি-জির উদ্ধৃতি।’
তিনি আরও দাবি করেন, ‘ভৌগলিকভাবে আজ সিন্ধু ভারতের অংশ না হলেও সাংস্কৃতিকভাবে এটি ভারতেরই অংশ। আর ভূখণ্ডের ব্যাপারে বলতে গেলে সীমান্ত বদলাতে পারে। কে বলতে পারে, একদিন সিন্ধু আবারও ভারতে ফিরে আসবে! সিন্ধু নদীকে যারা পবিত্র মনে করেন, সেই সিন্ধুর মানুষ যেখানেই থাকেন না কেন, তারা আমাদেরই মানুষ। তারা সবসময়ই আমাদেরই অংশ।’
এর আগে গত সেপ্টেম্বরে মরক্কোয় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে রাজনাথ সিং বলেন, কোনও আগ্রাসী পদক্ষেপ ছাড়াই পাকিস্তান-শাসিত কাশ্মির একসময় নিজ থেকেই ভারতের সঙ্গে যুক্ত হবে, কারণ সেখানকার মানুষই ‘দখলদারদের’ বিরুদ্ধে স্বাধীনতার দাবি তুলতে শুরু করেছে।
তিনি বলেন, ‘পিওকে নিজেরাই ভারতের অংশ হয়ে আসবে। পিওকে-তে এই দাবিগুলো উঠতে শুরু করেছে। আপনারা স্লোগানও শুনেছেন নিশ্চয়ই।’























