শিরোনাম:
ভারতে পাচার কালে বাংলাদেশী পণ্য আটক করেছে বিজিবি
Astha DESK
- আপডেট সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১০৩২ বার পড়া হয়েছে
ভারতে পাচার কালে বাংলাদেশী পণ্য আটক করেছে বিজিবি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
ভারতে পাচার কালে বাংলাদেশী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে এই পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্র মতে জানা যায়, গিলাতলী বিওপি থেকে মেইন পিলার ২২৬৫/৫০ এস হতে আনুমানিক ১শ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়েছে জিআর নাম্বার ৯৫৪৯২৯। গোপন সংবাদ এর মাধ্যমে বাংলাদেশী বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়েছে।
সিস্টেম বেবীসেট কীটনাশক ২০ লিটার ৭০০=১৪শ টাকা, চ্যাপা শুটকি ১৩০ কেজি ×১২০০=১ লাখ ৫৬ হাজার টাকা, নাপ্পী ১৫ কেজি ৩৬০=৫ হাজার ৪ম টাকা। যার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৪শ টাকা।













