ভারত থেকে ফিরে আওয়ামীলীগের প্রতিনিধি দলের ব্রিফিং
স্টাফ রিপোর্টারঃ
গত ৬-৯ আগস্ট ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণের আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত থেকে ফিরে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) ধানমন্ডিতে সফরের বিস্তারিত জানিয়েছে।
ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং এ কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, আগামী জাতীয় নির্বাচনে ভারতের কিছু করার নেই, বিজেপি আশা করে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গিবাদসহ মৌলবাদ বিরোধী শক্তি হিসেবে আওয়ামী লীগকে যথেষ্ট গুরুত্ব দেয় বিজেপি। বাংলাদেশে কি হচ্ছে ভারত সবকিছুই জানে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা দেবে তারা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দলের নেতারা। ভারতীয় নেতাদের সাথে আলোচনায় উঠে এসেছিল জামায়াত ইসলামি প্রসঙ্গ, কথা হয়েছে চীনের সাথে সম্পর্ক নিয়েও। মুক্তিযুদ্ধের পরে বর্তমানে দুদেশের সম্পর্ক সোনালী অধ্যায় সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য তাদের।