পূর্ব ভূমধ্যসাগরে আবার তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ফলে গ্রিসের সঙ্গে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার রাতে গ্রিসের সঙ্গে জ্বালানী অধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের পর ওই অঞ্চলে ফের জাহাজ পাঠানোর ঘোষণা দেয় রিসেপ তাইয়্যেপ এরদোগানের দেশ।
গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রীক দ্বীপ কাস্টেলরিজোর দক্ষিণে জরিপ পরিচালনার জন্য তুরস্কের নেয়া এই পদক্ষেপটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ পদক্ষেপ এই অঞ্চলে শান্তি ও সুরক্ষার জন্য হুমকিস্বরূপ বলেও জানায় দেশটি।
তুর্কি নৌবাহিনী জানিয়েছে, অরুক রিস নামের জাহাজটি সোমবার থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত গ্রিসের দক্ষিণের কাস্তালোরিজোদ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে। এই বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সততার সঙ্গে জনগণের প্রয়োজন মেটানোই সুশাসনের ভিত্তি: রাষ্ট্রপতি
তুর্কি বার্তা সংস্থা আনাদলূ এজেন্সি জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে হাইড্রোকার্বন সংস্থার সমীক্ষা পুনরায় শুরু করতে ওরুক রিস জাহাজটি সোমবার আন্টালিয়া বন্দর ত্যাগ করেছে।
গত আগস্টেও পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত জলসীমায় গিয়েছিল ওরুচ রেইস। তার সঙ্গী ছিল নৌবাহিনীর জাহাজ। সে সময় তুরস্কের দাবি ছিল, গবেষণার জন্য তারা এই জাহাজ পাঠিয়েছে। এ নিয়ে গ্রিসের সঙ্গে তাঁদের সংঘাত শুরু হয়। উত্তেজনা চরমে ওঠে। ফ্রান্সও পূর্ব ভূমধ্যসাগরে নৌবাহিনীর জাহাজ পাঠায়। ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে উত্তেজনা কমাবার অনুরোধ করেন। তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারির হুমকিও দেয়া হয়।
গত মাসে ওরুচ রেইসকে ফিরিয়ে নিয়ে যায় তুরস্ক। তখন এরদোগান বলেছিলেন, তিনি সমস্যার সমাধানের জন্য কূটনীতিকে একটা সুযোগ দিতে চান। তবে সে সময়ও তুরস্কের সরকারি কর্মকর্তারা বলেছিলেন, অনুসন্ধানকারী জাহাজের কিছু মেরামতি প্রয়োজন। তাই তা দেশে ফেরানো হয়েছে। তাঁদের পরিকল্পনায় কোনো বদল হয়নি। মেরামত হয়ে গেলে আবারো তা পূর্ব ভূমধ্যসাগরে যাবে।