ভূরুঙ্গামারীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ১২:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১০০৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ফাঁসি দিয়ে আত্মহত্যার করেছে এক যুবক। উপজেলার ৩ নং তিলাই ইউনিয়ন পরিষদের ভবনে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১৯ মে) সকালে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত ওই যুবক তিলাই ইউনিয়নের ধামইরহাট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আল আমিন (২৩)। ঐ ইউপি পরিষদ ভবন সংলগ্ন তার বাড়ি।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত আল আমিন দির্ঘদিন থেকে মাদক আসক্ত মানসিক রোগী ছিলো। গত রাত ২ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের নাইট গার্ডের সাথে গল্প গুজব করেছে। কি কারণে আত্মহত্যা করেছে এর কোনো নির্দিষ্ট কারন জানা যায় নি।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, সে গতকাল রাতে আমার কাছে এসে চিকিৎসার জন্য কিছু টাকা চাইছিল আমি পরের দিন সকালে এসে নিয়ে যেতে বলেছি। সকালে খবর পেলাম ইউনিয়ন পরিষদের দুই ভবনের মাঝখানে পাইপের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে। লাশ ময়নাতদন্তের জন্যে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।