শিরোনাম:
ভেদরগঞ্জে ২ কেজি মাদকসহ ১জন গ্রেফতার
News Editor
- আপডেট সময় : ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১১৫২ বার পড়া হয়েছে
এস এম স্বাধীন শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযানে ২ কেজি গাঁজাসহ সেলিম শেখ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার চর কুরালতলী মৃধাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম শেখ (৪৫) মহিষার গ্রামের মৃত আলী বক্স শেখের ছেলে।
ভেদরগঞ্জ থানা পুলিশ জানায়, ভেদরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে আসামী সেলিম শেখ (৪৫)কে ২ কেজি গাঁজাসহ ভেদরগঞ্জ থানাধীন চর কুরালতলী মৃধাকান্দি সাকিনস্থ জনৈক মানিক হাওলাদারের প্রজেক্টের মেইন গেইটের সামনের পাঁকা রাস্তার উপর হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
























