DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১২ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

Doinik Astha
নভেম্বর ২৭, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকালে শহরের রাণী বাজার এলাকার ৭তলা একটি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত গরেঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী গাজিপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা মল্লিক (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৪)।

স্থানীয়রা জানান, ৩ মাস আগে ওই বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে উঠে জনি বিশ্বাসের পরিবার। জনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রতিদিন সকালে তিনি কাজে বের হন। কিন্তু আজ দুপুর হয়ে গেলেও তাদের দরজা বন্ধ পাওয়া যায়। পরে বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন দরজা ভেঙে ঢুকলে তাদের লাশ বিছানায় দেখা যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন বলেন, আমরা ৯৯৯ এ কলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থালে যাই। ধারণা করা হচ্ছে- স্ত্রী ও ছেলে-মেয়েকে হত্যার পর স্বামী ফাঁস নিয়ে আত্মাহত্যা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০