মগবাজারে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে ৪৫১/১ বাসার তৃতীয় তলায় শাহবুদ্দিন নামের এক ব্যক্তির বাসা থেকে ফারজানা (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ফারজানা ভোলা জেলার তজুমদ্দিন থানার চরজহুর উদ্দিন গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে ওই এলাকার শাহবুদ্দিন নামের এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করতো।
হাতিরঝিল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন বলেন, গৃহকর্তা শাহাবুদ্দিন ও ফারজানার বাড়ি ভোলা জেলায়। শাহাবুদ্দিন ওই বাসায় তার পরিবার নিয়ে থাকেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।