DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৪ঠা জুন ২০২৩
ঢাকারবিবার ৪ঠা জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

মদনে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

Online Incharge
এপ্রিল ১১, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

মদনে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার মদন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামের গ্রামবাসির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার পরশখিলা গ্রামে এঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে কাদির মিয়া (৩৫) ও বজলু মিয়ার (৫০) অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের মধ্যে ইকবাল হোসেন, আসমা আক্তার, আবু সাঈদ, ওবায়দুল হক, আলী হোসেন, রইছ উদ্দিন, রুমা আক্তার, রাসেল মিয়া, কামাল, শাহ আলম, আজিজুল, বকুল, ডেজু আক্তার, সাফায়েত উল্লাহ, আবুল কাশেম মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গানগর বাজারের ঈদগাহ মাঠের পাশে একটি জমি নিয়ে পরশখিলা ও গঙ্গানগর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। এরই জেরে আজ সোমবার সকালে পরশখিলা গ্রামের জামাল মেম্বারের লোকজনের সঙ্গে গঙ্গানগর গ্রামের এমরানের লোকজনের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৫
  • ৬:৪৬
  • ৮:১১
  • ৫:১০