DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মরণোত্তর বীর স্বীকৃতি পাওয়া ইউক্রেনের ১৩ সেনা রাশিয়ার কাছে

News Incharge
মার্চ ১, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মরণোত্তর বীর স্বীকৃতি পাওয়া ইউক্রেনের ১৩ সেনা রাশিয়ার কাছে

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার আক্রমণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনের ছোট্ট জিমিনি দ্বীপের নিরাপত্তায় নিয়োজিত থাকা ১৩ সেনা নিহত হয়েছিলেন বলে যে খবর ছড়িয়ে পড়ে ছিল। ইউক্রেনের সে ১৩ সেনা রাশিয়ার কাছে রয়েছে।

তারা শক্তিশালী রুশ বাহিনীর সামনে আত্মসমর্পণ না করে লড়তে লড়তে বীরের মতো প্রাণ হারিয়েছিলেন বলে দাবি করেছিল ইউক্রেন। সেই ১৩ সেনা এখনো বেঁচে আছে।

অডিও ক্লিপে শোনা যায়, রুশ যুদ্ধজাহাজ থেকে স্নেক আইল্যান্ডের নিরাপত্তারক্ষীদের অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তাদের বলা হয়েছিল, আপনাদের অস্ত্রগুলো জমা দিন এবং আত্মসমর্পণ করুন। তা না হলে আপনাদের ওপর গুলি ছোড়া হবে। আপনারা কি আমাদের কথা বুঝতে পারছেন?

এর জবাবে এক ইউক্রেনীয় সেনা যা বলেন, তার বাংলায় দাঁড়ায় তারা আত্মসমর্পণে রাজি নন। এরপর ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ওই যুদ্ধজাহাজের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং সেখান থেকে সরে যেতে বলেন। পরে রুশ বোমা হামলায় তারা মারা যান বলে দাবি করে ইউক্রেন কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১৩ সেনা নিহত হয়েছেন উল্লেখ করে তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং সবাইকে মরণোত্তর ‘যুদ্ধ বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।

সোমবার (১ মার্চ) ইউক্রেনীয় নৌবাহিনী ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, তাদের সহকর্মীরা জীবিত ও সুস্থ রয়েছেন। ওই দ্বীপের সীমান্তরক্ষী ও নৌসেনারা ‘দ্বিগুণ সাহসিকতায় রুশ দখলদারদের প্রতিহত করছিলেন। কিন্তু গোলা-বারুদ ফুরিয়ে যাওয়ায় তারা লড়াই চালিয়ে যেতে পারেননি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রুশ বাহিনী জিমিনি দ্বীপের বাতিঘর, টাওয়ার ও অ্যান্টেনাসহ সব অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, যার ফলে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনীয় নৌবাহিনীর অভিযোগ, লড়াইয়ের পর জিমিনি দ্বীপে তারা একটি বেসামরিক উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছিল। এর ক্রুদেরও আটক করছে রাশিয়া।

অবশ্য গত শুক্রবারই (২৫ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ঘোষণা দিয়েছিলেন, জিমিনি দ্বীপের ৮২ জন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা অস্ত্র ফেলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তবে রুশ বাহিনী দ্বীপটিতে কোনো হামলা চালিয়েছিল কি না অথবা কেউ হতাহত হয়েছিলেন কি না তা উল্লেখ করেননি তিনি। সূত্র-বিবিসি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০