DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই ডিসেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মসজিদে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন হতাহতদের স্বজনরা

News Editor
সেপ্টেম্বর ২১, ২০২০ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা ও দোষীদের শাস্তিসহ ৬ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

হতাহতদের পরিবারদের পক্ষ থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

হতাহতদের সবার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি দেন বাইতুস সালাত জামে মসজিদের নিহত ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারির দুই ছেলে নাইমুল ইসলাম ও ফাহিমুল ইসলাম। এ সময় হতাহত অন্যদের পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আসন্ন ২০২১ সালের অস্কার জিততে পারেন প্রিয়াঙ্কা চোপড়া

স্মারকলিপিটি গ্রহণ করে সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক।

এসময় জেলাপ্রশাসক বলেন, আর্থিক সহায়তা চেয়ে হতাহতের হিসাব আগেও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন হতাহতের পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি আমার কাছে দিয়েছে সেটিও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে। আশা করি হৃদয়বান প্রধানমন্ত্রী এটি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

স্মারকলিপিতে আবেদন করা দাবি ছয়টি হচ্ছে- নিহত ও আহতদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে চাকরি দেয়া, পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা, বিস্ফোরণের ঘটনায় স্বামীহারা নারী বিধবা ভাতা দেয়া, মসজিদ ও দুইপাশের রাস্তা দ্রুত মেরামত এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দেয়া।

দৈনিক আস্থা/রকব

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭