মহাযাত্রা শুরু হবে-ফখরুল, দাঁড়াতে দিবো না-ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮শে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ২৮শে অক্টোবরের মহাসমাবেশ থেকেই সরকার বিরোধী চূড়ান্ত কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। সমাবেশ থেকেই তাদের “মহাযাত্রা” শুরু হবে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আর থামবেন না।
আজ মঙ্গলবার (২৪অক্টোবর) বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির এক সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়েছেন।
অপর দিকে একই সময়ে ঢাকায় সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) অবরোধ করবে, আমরাও পাল্টা অবরোধ করবো । দাঁড়াতে দিবো না। পশ্চিমারা নাকি বিএনপিকে উৎসাহ দিচ্ছে কিন্তু তাদের চারপাশেই এখন অশান্তির আগুন। নির্বাচনে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয় সেটা আমরাও দেখতে চাই।
দ্বাদশ সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের দাবিতে দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে বিএনপি।
নির্বাচন কমিশন ইতোমধ্যেই জানিয়েছে নভেম্বর মাসেই ওই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে এবং জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হতে পারে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ক্ষেত্রে যারাই বাধা হবে তাদের জন্য ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দিয়ে রেখেছে।