DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানা শুরু

Astha Desk
এপ্রিল ৩০, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মহেশপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানা শুরু

 

মোঃ মশিয়ার রহমান টিংকু/মহেশপুর প্রতিনিধিঃ

 

আজ রবিবার সারাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলেছে পরীক্ষা। এসময়ে মহেশপুর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র’সহ সকল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।

 

মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ পাল বলেন, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৫টি কেন্দ্রে এবছর মাধ্যমিকের পরীক্ষার্থীয় অংশগ্রহন করেছে ৩ হাজার ৮২জন ও মাদ্রাসার ২টি কেন্দ্রে ৫শ ৯৩জন এবং ভকেশনালে ১টি কেন্দ্রথে ৯২জন পরীক্ষার্থী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, মহেশপুর উপজেলার সকল পরীক্ষাকেন্দ্রের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।