DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৭শে মার্চ ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২৭শে মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় বৃদ্ধা মাকে হত‍্যা করলো ছেলে

News Editor
অক্টোবর ২১, ২০২০ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!


খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকের টাকা না দেয়ায় ৯৭বছরের বৃদ্ধা মাকে আছাড় দিয়ে হত্যা করেছে ছেলে। কাল মঙ্গলবার বিকেলে উপজেলার বেলছড়ি ইউপির দেব মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে মিজানুর রহমানকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নিহত কুলছুম বেগম ওই এলাকার মো: সাফায়েতুল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিকেলে মদ্যপ অবস্থায় মা কুলছুম বেগমের কাছে নেশার জন্য এক হাজার টাকা চান। কিন্তু মাদক সেবনের টাকা দিতে অস্বীকার করেন মা। এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পেটায় ও কিলঘুষি মারতে শুরু করেন মিজানুর। এরপর মাকে তুলে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন তিনি। এতে মায়ের হাত-পা ভেঙে যায়। এ সময় মাকে রক্ষার জন্য এগিয়ে এলে বৃদ্ধ বাবাকেও মারধর করেন। গুরুতর অবস্থায় কুলসুম বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: শাহনুর আলম বলেন, স্থানীয়দের সহায়তায় মাদকাসক্ত ছেলে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃদ্ধা কুলসুম বেগমের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭