মাধ্যমিক বিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত-২৫
আন্তজাতিক ডেস্কঃ
উগান্ডার পশ্চিম অঞ্চলের এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে সন্ত্রাসী গ্রুপের হামলায় ২৫ জন নিহত হয়েছে। এই হামলায় আরও আটজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এই হামলাটি করে ডিআরসি-তে বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যায়।
পুলিশের মুখপাত্র ফ্রেড এনাগা আজ শনিবার বলেন, উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরে অবস্থিত বিদ্যালয়টি থেকে এখন পর্যন্ত স্কুল থেকে ২৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাতে হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়।
এর আগে ১৯৯৮ সালের জুনে , ডিআরসি সীমান্তের কাছে কিচওয়াম্বা টেকনিক্যাল ইনস্টিটিউটে হামলায় ৮০ জন ছাত্রকে তাদের ছাত্রাবাসে পুড়িয়ে মারা হয়েছিল। অপহরণ করা হয়েছিল শতাধিক শিক্ষার্থীকে। সূত্র-খবর বিবিসি।