DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে দূর্বৃত্তের হাতে ছাত্রলীগ নেতা খুন।

News Editor
মার্চ ২, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে দূর্বৃত্তের হাতে ছাত্রলীগ নেতা খুন।

মুহাম্মদ রেজাউল করিম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে সিংগাইর সরকারী কলেজের ভিপিও ছিলেন। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মিরু এক বন্ধুকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল।

সিংগাইর পুরান বাসস্ট্যান্ড এলাকায় দুটি সিএনজি থেকে ৮/১০ জন মিরুর ওপর হামলা করে। পরিবহন শ্রমিকলীগ নেতা আজিমপুর এলাকার আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে তারা হামলা চালায়। এসময় তারা মিরুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্বজনরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০৪
  • ১৬:৪১
  • ১৮:৫৩
  • ২০:২০
  • ৫:১২