DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

DoinikAstha
এপ্রিল ৮, ২০২১ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তি পিকআপ চালক। তবে তার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলার শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি পোশাক কারখানার শ্রমিকদের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পিকআপ চালকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ শামীম আল মামুন জানান, দুর্ঘটনার পরই ঘটনাস্থলে এসেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]