DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ৩ যুবকের আত্মহত্যা!

Online Incharge
আগস্ট ২৮, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে ৩ যুবকের আত্মহত্যা!

 

স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জ সদর উপজেলা সদরের পৃথক পৃথক স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ আগস্ট) সকালের দিকে ওই তিন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জানাযায়, লাশগুলোর মধ্যে রয়েছে জাহিদ হোসেন (২৬) নামের এক যুবক। পরিবার বলছে, জাহিদ আত্মহত্যা করেছেন। সে সদর উপজেলার বাইচাল এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

অপরজন হলো, সদর উপজেলার ভাটবাউর এলাকা থেকে রাকিব হোসেন (১৮) নামের এক যুবক। সে হোসেন দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকার মজনু মিয়ার ছেলে।

অন্যজন হলো, জেলার দৌলতপুর উপজেলার মোঃ শিশির হোসেন (১৮) নামের এক যুবক। সে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরন এলাকার গোলাপ হোসেনের ছেলে।

সদর উপজেলার দুই যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, আজ সকালে বাইচাল ও ভাটবাউর এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৌলতপুর থানার ওসি সফিুকল ইসলা‌ম মোল্ল্যা বলেন, মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭