DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক নারী উদ্যোক্তাদের মেধা ও ক্ষমতা বৃদ্ধি মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত

DoinikAstha
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ রেজাউল করিম, উপজেলা প্রতিনিধি :মানিকগঞ্জে নারী উদ্যোক্তাদের মেধাস্বত্ব সচেতনতা ও নারী ক্ষমতায়ন বৃদ্ধিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইএসডিপি,বিডা ও জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) ফৌজিয়া খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ, মানিকগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসরীন সুলতানা, বাকৃবি মানিকগঞ্জ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপ সোহরাব জাকির ও ডাব্লিউ আই
পি বির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার ওলেরা আফরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, নারী উদ্যোক্তা জেলা পরিষদের সদস্য চায়না আক্তারসহ অন্যান্য উদ্যোক্তরা বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় জেলার প্রায় একশত নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]