DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটার দায়ে আটক-৫

Astha Desk
জানুয়ারি ২৬, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটার দায়ে আটক-৫

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় কাটার দায়ে ৫ জন আটক করেছে যৌথ বাহিনী।

গত শুক্রবার (২৪ জানুয়ারী) গভীর রাতে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সেনা ও মানিকছড়ি থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছে মোঃ আব্দুল হাই, শওকত হোসেন সাকিব, সুমন, থোয়াইউ মারমা (২২), ও আকতার হোসেন।

এসময় তাদের কাছ থেকে একটি ড্রেজার মেশিন, তিনটি মিনি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল এই অভিযান সম্পর্কে বলেন, আমরা যৌথভাবে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছি, যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রুজু করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধ পাহাড় কাটা ঠেকাতে প্রশাসন সক্রিয় থাকবে।

উপজেলা কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, অবৈধভাবে পাহাড় কাটা এবং বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত ৬৪ হাজার ৫শ ঘনফুট অবৈধ বালু উত্তোলন করে উদ্ধার করা হয়েছে এবং এটি নিলাম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, এমন ধরনের অপরাধ বন্ধে আমাদের অভিযান চলতে থাকবে এবং পরিবেশের ক্ষতি রোধে আমরা সকল সম্ভাব্য ব্যবস্থা নেবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]