ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল Logo পানছড়িতে অসহায়, গরীব ও দুস্থের মাঝে ৩ বিজিবির মানবিক সহায়তা বিতরণ Logo সীমান্ত কার্যক্রম নিয়ে প্রেস বিফ্রিং করেছে পানছড়ি বিজিবি Logo শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা আজ Logo মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ Logo গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার Logo মোজাম্মেল জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বীজ ও ভার্মি উপকরণ সহায়তা প্রদান

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৩৩ বার পড়া হয়েছে

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বীজ ও ভার্মি উপকরণ সহায়তা প্রদান

 

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 

মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ৮৫ জন জৈব কৃষি উপকারভোগীদের মাঝে জৈব কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

 

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মানিকছড়ি উপজেলার উত্তর মরাডলু ও সুইজাই কার্বারী পাড়ায় এলাকার উপকারভোগীদের মাঝে ১ হাজার ৪শ ৩১ কেজি স্থানীয় আদাবীজ, ৪০ কেজি ব্রি ধান বীজ-৫১, ৫ কেজি স্বর্নবাসুরীধান বীজ, ১৮ কেজি ৫শ গ্রাম বরবটি, ৬শ গ্রাম মিষ্টি কুমড়া, ২শ গ্রাম লাউ, কেজি সাড়ে ৭শ গ্রাম ঢেঁড়স বীজ ও সিমেন্টের ৫২টি রিং, ৪ হাজার ১৭টি কেঁচো, মাটিরহাড়ি৫২ পিছ বিতরণ করা হয়।

 

 

বিতরনকালে সিপিপি পিএইপি-২ প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ( হিসাব ও প্রশাসন) নেছারুল আলম খান, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক আবাইশে মারমা, পংমে মামরা ও পাড়া কার্বারী চাইহ্লাপ্রু মারমা উপস্থিত ছিলেন।

 

 

বিতরনকালে বক্তারা বলেন, জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে জৈব চাষাবাদের মাধ্যমে উৎপাদন করে পরিবেশকে বিষমুক্ত রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং স্থানীয় জাতের বীজের চাষাবাদের মাধ্যমে টেকসই জৈব কৃষির চর্চাকরা এবং বীজ সংরক্ষণ করা পরামর্শ দেন।

ট্যাগস :

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বীজ ও ভার্মি উপকরণ সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বীজ ও ভার্মি উপকরণ সহায়তা প্রদান

 

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 

মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত ৮৫ জন জৈব কৃষি উপকারভোগীদের মাঝে জৈব কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

 

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মানিকছড়ি উপজেলার উত্তর মরাডলু ও সুইজাই কার্বারী পাড়ায় এলাকার উপকারভোগীদের মাঝে ১ হাজার ৪শ ৩১ কেজি স্থানীয় আদাবীজ, ৪০ কেজি ব্রি ধান বীজ-৫১, ৫ কেজি স্বর্নবাসুরীধান বীজ, ১৮ কেজি ৫শ গ্রাম বরবটি, ৬শ গ্রাম মিষ্টি কুমড়া, ২শ গ্রাম লাউ, কেজি সাড়ে ৭শ গ্রাম ঢেঁড়স বীজ ও সিমেন্টের ৫২টি রিং, ৪ হাজার ১৭টি কেঁচো, মাটিরহাড়ি৫২ পিছ বিতরণ করা হয়।

 

 

বিতরনকালে সিপিপি পিএইপি-২ প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ( হিসাব ও প্রশাসন) নেছারুল আলম খান, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক আবাইশে মারমা, পংমে মামরা ও পাড়া কার্বারী চাইহ্লাপ্রু মারমা উপস্থিত ছিলেন।

 

 

বিতরনকালে বক্তারা বলেন, জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে জৈব চাষাবাদের মাধ্যমে উৎপাদন করে পরিবেশকে বিষমুক্ত রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং স্থানীয় জাতের বীজের চাষাবাদের মাধ্যমে টেকসই জৈব কৃষির চর্চাকরা এবং বীজ সংরক্ষণ করা পরামর্শ দেন।