মানিকছড়িতে কারিতাসের নার্সারি ধারককে উপকরণ সহায়তা প্রদান
মানিকছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে বে-সরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র আওতায় উপজেলার উপকারভোগীদের মধ্যে একজন নার্সারি ধারককে উপকারণ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টায় কারিতাস উপজেলা প্রকল্প অফিসে গোদালতী পাড়া এলাকার এগ্রো বেইজ নার্সারি ধারক রোকেয়া খাতুনকে নার্সারি করার জন্য উপকরণ সহায়তা হিসেবে কোদাল, সিকেচার, নেট, পলিব্যাগ, পানির ঝর্ণা, স্প্রে মেশিন, দেশীয় প্রজাতীর আমের বীজ, সবজীর বীজ, নিড়ানি ও বেলচা সহায়তার অংশ হিসেবে প্রদান করা হয়।
এ সময় কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান ও মাঠ সহায়ক মিতা তঞ্চঙ্গা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।