মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত-২০ সেনা
- আপডেট সময় : ০৪:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১০৪৬ বার পড়া হয়েছে
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত-২০ সেনা
আন্তর্জাতিক ডেস্কঃ
অস্ট্রেলিয়ায় সেনাবাহিনীর মহড়া চলাকালীন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির ডারউইনের উপকূলে স্থানীয় সময় আজ রোববার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ২০ জন সেনাসদস্য ছিলেন। সূত্র-এবিসি।
মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং তিমুর-লেস্টের সেনারা এই যৌথ মহড়া চালাচ্ছে। মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫শ জন, ফিলিপাইনের ১শ ২০ জন, ইন্দোনেশিয়ার ১শ ২০ জন এবং তিমুর লেস্টের ৫০ জন সেনা রয়েছে।
দুর্ঘটনার ফলে হতাহতের সংখ্যা আরো ঘটনা ঘটতে পারে। কারণ কিছু সেনা এখনো নিখোঁজ রয়েছে। তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছে, মহড়া চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) খবরে বলা হয়েছে, রোববার ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মেলভিল দ্বীপের কাছে সামরিক মহড়া চলাকালে ভি-২২ অস্প্রিয় মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সূত্র-এবিসি।