DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মাস্ক কেলেঙ্কারি ঘটনায় সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

News Editor
সেপ্টেম্বর ২৯, ২০২০ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসক-নার্সদের নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তা ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নূরুল হুদা বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- সিএমএসডি উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন খান (বর্তমানে কক্সবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক), সিএমএসডির সহকারী পরিচালক (স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ডা. মো. শাহজাহান সরকার (বর্তমানে সহকারী পরিচালক (এসঅ্যান্ডডি), সিএমএসডির চিফ কো-অর্ডিনেটর ও ডেস্ক অফিসার ডা. মোহাম্মদ জিয়াউল হক (বর্তমানে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত), সিএমএসডির ডেস্ক অফিসার (ডেস্ক-৮) ও অতিরিক্ত দায়িত্ব (স্টোর) ডা. সাব্বির আহমেদ (বর্তমানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার), সিএমএসডির স্টোর অফিসার (ভারপ্রাপ্ত) মো. কবির আহম্মেদ (বর্তমানে পিআরএল ভোগরত), সিএমএসডির সিনিয়র স্টোরকিপার মোহাম্মদ ইউসুফ ফকির ও জেএমআই’র চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক।

জাহালমের ক্ষতিপূরণের বিষয়ে রায় বুধবার দিন ঠিক করেছেন হাইকোর্ট

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রকৃত এন-৯৫ মাস্কের পরিবর্তে ২০ হাজার ৬১০ পিস নকল এন-৯৫ মাস্ক (মাস্কের গায়ে কোম্পানির নাম, মাস্কের নাম বা অন্য কোনো লেখা/ছবি মুদ্রণবিহীন) সিএমএসডিতে সরবরাহ করে। পরবর্তীতে সিএমএসডি এসব নকল মাস্ক গ্রহণ করে ১০টি প্রতিষ্ঠানে বিতরণ করে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এতে আরও বলা হয়, সিএমএসডির নিয়মানুযায়ী সার্ভে কমিটির মাধ্যমে যাচাই করে পণ্য গ্রহণ করার কথা থাকলেও, এ কমিটির মাধ্যমে যাচাই না করেই আসামিরা পরস্পর যোগসাজশে এসব নকল এন-৯৫ মাস্ক গ্রহণ করেন। সেই সঙ্গে একই দিনে অসৎ উদ্দেশ্যে নকল মাস্কগুলো ১০টি প্রতিষ্ঠানে বিতরণ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যদের মৃত্যুর ঝুঁকির মধ্যে ঠেলে দেন।

আরো পড়ুন :  বিএনপির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

এদিকে মঙ্গলবার সেগুনবাগিচা এলাকা থেকে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি বিশেষ টিম জেএমআই চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০