DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মিঠাপুকুরে প্রাইভেটকার ছিনতাই আটক-এক

News Incharge
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

মিঠাপুকুরে প্রাইভেটকার ছিনতাই আটক-এক

রিয়াজুল হক সাগর/রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে ড্রাইভারকে ছুরিকাঘাত করে প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টা কালে একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ২টায় বলদীপুকুর আনোয়ার ঈদগাহ মাঠ সংলগ্ন হাইওয়ে রাস্তাতে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানা গেছে, ড্রাইভারকে ছুরিকাঘাত করলে পথচারীরা বুঝতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া দিলে, দুই ছিনতাইকারী পালিয়ে যায় এবং এক ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনায় ড্রাইভার রিপন আহত হন। পরে তাকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা যায়, রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ এবং ড্রাইভার রিপনের চিৎকারে তারা এগিয়ে এসে দেখেন ছিনতাইকারী এবং ড্রাইভারের মধ্যে হাতাহাতি চলছে। ছিনতাইকারীদের হাতে থাকা ছুরি দিয়ে ড্রাইভারকে ছুরিকাঘাত করা হয়েছে। এসময় পথচারীরা এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম আরাফাত (২০)। সে উপজেলার ছড়ান বাজারের রুহুল আমিনের ছেলে।

ড্রাইভার রিপন জানান, ফুলবাড়ি থেকে তিন যুবক রংপুর মর্ডাণ মোড় যাওয়ার কথা বলে তার প্রাইভেটকারটি দুই হাজার টাকায় ভাড়া করেন। কিন্তু বলদিপুকুর সংলগ্ন হাইওয়ে রাস্তায় প্রসাব করার কথা বলে তার গলা এবং পিছনে ছুরি ধরে ছিনতাইকারীরা। এসময় বাঁধা দিতে গেলে হাতে এবং শরীরে ছুরিকাঘাত করে।ধস্তাধস্তিতে তার হাত কেটে এবং গলায় সামান্য কাটা জখম হয়। পরে পথচারীরা তাকে উব্ধার করে। একটু দেরী হলে তাকে হত্যা করে প্রাইভেটকারটি নিয়ে যেতো ছিনতাইকারীরা।

মিঠাপুকুর থানা পুলিশ ছিনতাইকারী আরাফাতকে উদ্ধার করে এবং চাকু, পুলিশের স্টীকার সংবলিত ব্যাগ, রশি, কসট্যাপ জব্দ করে। ছিনতাইয়ে জড়িত অপরআপরদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ।

পুলিশের এসআই ইমরান বলেন, ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০