DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিএনপির ২১ নেতাকর্মী আটক

Online Incharge
অক্টোবর ৩১, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে বিএনপির ২১ নেতাকর্মী আটক

রানা সাত্তারঃ

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতার মামলায় বিএনপির ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাঁত থেকে সোমবার পর্যন্ত তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মঘাদিয়া ইউনিয়নের কচুয়ার মনজুর মোরশেদ (৩৩), উত্তর কচুয়ার রেজাউল করিম (৪২), তালবাড়িয়া এলাকার মোঃ ইউনুছ (৩১), মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকার মোশারফ হোসেন ( ৪০), একই এলাকার মোঃ করিম ( ৩৩), পশ্চিম মলিয়াইশ এলাকার ওসানুল হাসান (৩০) ও নাজমুল হোসেন (২৫)।

জোরারগঞ্জের আটককৃতরা হলো, দুর্গাপুর ইউনিয়নের মোহাম্মদ নিজাম উদ্দিন (৫০), ও দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নিজাম উদ্দিন প্রকাশ (নেজাম) (৫২), মিঠানালা এলাকার মোহাম্মদ রফিক উদ্দিন (৫৫), ধুম ইউনিয়নের মোঃ মামুন (২৫), ওসমানপুর ইউনিয়নের কামাল উদ্দিন (৫০), জোরারগঞ্জ ইউনিয়নের সাকিল হোসেন সাকিব (২৫), ফারুক হোসেন (৩৫), মোঃ তারেক হোসেন (৩২), মোহাম্মদ জাফর (৫০), নজরুল ইসলাম নাঈম (২৫)। বাকিদের নাম পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, কোনো ধরনের মামলা ছাড়া পুলিশ গ্রামে গ্রামে গিয়ে বিএনপির নিরীহ সমর্থকদের আটক করেছে। তাদের মিথ্যা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

মিরসরাই থানার ওসি মোঃ কবির হোসেন বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত বিএনপিকর্মীকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি। তাদের আদালতে পাঠিয়েছি।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, থানার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে বিএনপি ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪