শিরোনাম:
মুক্তিযোদ্ধা মফিজ উল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
News Editor
- আপডেট সময় : ০৯:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১০৬২ বার পড়া হয়েছে
শনিবার (৩ অক্টোবর) নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কবিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মফিজ উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় অন্য দলগুলো শুধু সমালোচনা করছেঃ প্রধানমন্ত্রী
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্লাহ শুক্রবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।