DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মুজিববর্ষে গাইবান্ধা মামলা নিষ্পত্তিতে অগ্রগতি

DoinikAstha
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

মুজিববর্ষে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বেড়েছে পুরাতন ও নতুন মামলায় সাক্ষ্যগ্রহণের হারও।

জানা গেছে, ২০২০ সালের ১৩ মে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন প্রদীপ কুমার রায়। করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকে বিচার কার্যক্রম। এতে মামলাজট বৃদ্ধি পায়। এরপর আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হলে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর উদ্যোগ নেন ম্যাজিস্ট্রেট। তার এ উদ্যোগেই দূর হয়েছে বিচার কাজের স্থবিরতা। আদালতে বৃদ্ধি পেয়েছে সাক্ষ্য গ্রহণের হারও।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গাইবান্ধা চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের ৯ জন ম্যাজিস্ট্রেট চার হাজার ৯৪২টি মামলা নিষ্পত্তি করেন। যা মামলা দায়েরের তুলনায় তিন হাজার ৭৩টি বেশি। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে পাচ বছরের বেশি পুরাতন মামলা ছিল এক হাজার ৮৬০টি। এই তিন মাসে জুডিশিয়াল মাজিস্ট্রেসির ৯টি বিচারিক আদালত তিন হাজার ৪৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। পাশাপাশি পুলিশ-ম্যাজিস্ট্রেসির মাসিক কনফারেন্সও যথারীতি সম্পন্ন হচ্ছে।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা জজ আদালতের পিপি ফারুক আহমেদ প্রিন্স বলেন, সম্প্রতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তির হার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে বিচার প্রার্থীরা উপকৃত হচ্ছেন।

গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল করিম লাছু বলেন, বর্তমানে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের তৎপরতায় মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০