শিরোনাম:
মুন্সিগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ-৬
Astha DESK
- আপডেট সময় : ০৯:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ-৬
আস্থা ডেস্কঃ
মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিকেল থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বিনিময়, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস কবির গুলিবিদ্ধ হয়ে শিশুসহ ছয়জন চিকিৎসা নিতে আসার বিষয়টি নিশ্চিত করেন।
সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।























