মেয়েদের ওপর নিপীড়নের জন্য মোদিকে দায়ী করলেন নুসরাত
- আপডেট সময় : ০৯:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১০৬১ বার পড়া হয়েছে
মেয়েদের ওপর অত্যাচার নিপীড়নের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান রুহি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের করা একটি টুইটকে কেন্দ্র করে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী। পাশাপাশি এব্যাপারে নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা নিষেধ কিনা জানতে চেয়েছেন তিনি।
চলতি সপ্তাহেই দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় উত্তর প্রদেশের হাথরাসে দলবদ্ধ ধর্ষণের শিকার ১৯ বছরের এক দলিত কিশোরীর মৃত্যু হয়।
নেতাদের অনীহায় থমকে আছে বিএনপির পুনর্গঠন কাজ
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট করেন হাথরাস ঘটনা নিয়ে। তিনি লেখেন, উত্তর প্রদেশে এসব হচ্ছে কি? চতুর্দিকে খালি রেপ, রেপ আর রেপ।
এই টুইটের পর তেলে বেগুনে জ্বলে ওঠলেন নুসরাত। নিজের ভেরিফাইড টুইটারে তিনি লিখেছেন, অবশেষে একজনের হুঁশ ফিরল। এ ঘটনার জন্য আপনার গুরু নরেন্দ্র মোদি দায়ী। গুরুকে বলুন, দেশের মেয়েদের ওপর আর দলিত মেয়েদের ওপর অত্যাচার বন্ধ করতে। মানুষ কিন্তু গর্জন করছে।