DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৩ই জুন ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৩ই জুন ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জে আনারস, চশমা, কলস প্রতীক বিজয়

Abdullah
জুন ৯, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোড়েলগঞ্জে আনারস, চশমা, কলস প্রতীক বিজয়

মোঃ এজাজুল শেখ/মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে উপজেলা নির্বাচনে প্যানেল (আনারস চশমা ও কলস) বিজয়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপের নির্বাচন ২৯ মে হবার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারনে তারিখ পিছিয়ে আজ ৯ জুন রোজ রবিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ১১১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৩১২ জন, মহিলা ১ লাখ ২৭ হাজার ৯৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। মোট ভোট গ্রহণ হয়ে শতকরা ২৭ শতাংশ (বেসরকারী ভাবে ঘোষিত)

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোড়েলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সুন্দরবন সাবসেক্টর স্টুডেন্ট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান (আনারস) প্রাপ্ত ভোট ৩৮,৩, ৯৯,  তাহার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুব লীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ২৬,৭, ২৯।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী ছাত্রলীগের সাবেক নেতা মোঃ রাসেল হাওলাদার (চশমা) প্রাপ্ত ভোট ৪৬,০, ৫৫, প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ এনামুল হক রিপন (তালা) প্রাপ্ত ভোট ১৮,২, ৩৭।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার (কলস) প্রাপ্ত ভোট ৪১,৮, ৪৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেআরা হাসি (হাঁস) প্রাপ্ত ভোট ১৩,১, ৫০।

বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৬
 • ১২:০১
 • ৪:৩৭
 • ৬:৪৯
 • ৮:১৫
 • ৫:১০