DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ভারতীয় জামাই ভ্যান্স!

Astha Desk
নভেম্বর ৭, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ভারতীয় জামাই ভ্যান্স!

 

আন্তর্জাতিক ডেস্ক

সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পুনরায় বিজয়ী হয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন জেডি ভ্যান্সকে, যিনি বর্তমানে ওহাইও রাজ্যের সিনেটর।

ট্রাম্পের জয়ের পর জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠা ভ্যান্সকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করা হতে পারে।

ভ্যান্সের স্ত্রী ঊষা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত, যিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের তিনটি সন্তান রয়েছে- ইভান, বিবেক ও মিরাবেল।

বিশ্ববিদ্যালয় থেকে সেনেট পর্যন্ত ভ্যান্সের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে পররাষ্ট্রমন্ত্রী পদে নির্বাচনে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

জেডি ভ্যান্স জন্ম ওহাইওর মিডলটাউন শহরে।জেমস ডোনাল্ড বোম্যান নামে পরিচিত ছিলেন তিনি। বাবা-মায়ের বিচ্ছেদ ও মায়ের মাদকাসক্তির কারণে তার শৈশব ছিল কঠিন। তার নানা-নানি তাকে দত্তক নিয়ে বড় করেন, যা তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে।

ভ্যান্স, মিডলটন হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করার পর মার্কিন মেরিন কর্পসে যোগ দেন এবং পরে ইরাকে মোতায়েন হন। তার পরবর্তী শিক্ষা জীবন কাটে ওহাইও স্টেট ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুলে। এরপর তিনি ক্যালিফোর্নিয়ায় বিনিয়োগকারী হিসেবে কাজ শুরু করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪