DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নারী হত্যার ঘটনায় আবারো বিক্ষোভ

News Editor
সেপ্টেম্বর ২৪, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বুধবার(২৩ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলেতে রাত থেকে ব্যাপক বিক্ষোভের দেখা দিয়েছে। ২৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলর হত্যাকাণ্ডের অভিযোগ গঠনকে কেন্দ্র করে বিক্ষোভকারিরা সম্বেত হতে থাকে বলে জানা গেছে।

এ সময় দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন । অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান রবার্ট স্ক্রোয়েডার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের ১৩ মার্চ রাতে ব্রেওনার সাবেক প্রেমিক,মাদক ব্যবসায়ী জামারকাস গ্লোভার ঠিকানা ব্যবহার করে বিভিন্ন প্যাকেজ আদান-প্রদান করে খবরের ভিত্তিতে তাদের ফ্ল্যাটে পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে অতর্কিত আক্রমণ ভেবে গ্লোভার তার নিবন্ধিত বন্দুক দিয়ে গুলি চালালে এক পুলিশ সদস্য আহত হন।পুলিশও পাল্টা গুলি চালালে তাতে বিদ্ধ হয়ে ব্রেওনা হলওয়েতে লুটিয়ে পড়েন। তার শরীরে পাঁচটি গুলির ক্ষত পাওয়া গেছে।

আরও পড়ুনঃমার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের নজরদারিতে থাকবে!

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে লুইভিলে টানা কয়েক মাস ধরেই তুমুল প্রতিবাদ-বিক্ষোভ চলছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। ওই হত্যাকাণ্ডের ছয় মাস এ ঘটনায় জড়িত তিন পুলিশ সদস্যের মধ্যে মাত্র একজনের বিরুদ্ধে লঘু অপরাধের অভিযোগ গঠন করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ মানুষ। একটি বিক্ষোভের পাশেই বন্দুকের আওয়াজ পাওয়ার পর স্থানীয় সময় রাত ৯টার দিকে কাউন্টিজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে লুইভিল ছাড়াও আটলান্টা,নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনেও রাজপথে নেমে আসে আন্দোলনকারীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]