DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ বিরতি শেষই সুদানে বিমান হামলা

Astha Desk
এপ্রিল ২৮, ২০২৩ ৪:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধ বিরতি শেষই সুদানে বিমান হামলা

 

আস্থা ডেস্কঃ

 

যুদ্ধ বিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে বড় ধরনের ধাক্কা খেয়েছে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া আধাসামারিক বাহিনী।

 

বৃহস্পতিবার খার্তুমে প্রেসিডেন্ট ভবনের কাছে অবস্থিত রাজধানীর উত্তরে বিমান হামলা চালানোর পর ধোঁয়া উড়তে দেখা গেছে। আধাসামারিক বাহিনী (আরএসএফ) জানিয়েছে, সুদানের সেনাবাহিনী নিয়ম লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে।

 

এদিকে সুদানে সেনাবাহিনী এবং আধা সামারিক বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত ৫১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]