রংপুরের পীরগঞ্জে ইউনিয়ন আ’লীগে অনুপ্রবেশকারীদের বহিস্কারের দাবীতে মানব-বন্ধন ও বিক্ষোভ
রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জের শানেরহাট ইউনিয়ন আওয়ামীলীগে সদ্য পাশ হওয়া নতুন কমিটিতে অনুপ্রবেশকারীদের বহিস্কারের দাবীতে কয়েকটি ব্যানার নিয়ে মাবন-বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত শতাধিক ত্যাগী কর্মী।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়দরগাহ্-মাদারগঞ্জ সড়কের শানেরহাট বাজারে এ মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। মানব-বন্ধনে আসা একাধিক কর্মী জানান, সদ্য প্রকাশ হওয়া কমিটিতে বিগত কমিটির অনেক জ্যৈষ্ঠ নেতাদের বাদ দিয়ে সভাপতি ও সম্পাদক নিজেদের লোক দিয়ে বর্তমান কমিটি করার অভিযোগ করেন।
শানেরহাট ইউনিয়ন আ’লীগের বর্তমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিড, বিএনপি এবং কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক। তাদের কারণেই ইউনিয়নটির শতাধিক নেতাকর্মী পদবঞ্চিত হয়েছেন। অনুপ্রবেশকারী, বিএনপিকে কমিটিতে পদ দেয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদেরকে বর্তমান কমিটি রাস্ট্রীয় ও দলীয় বিশেষ দিবসগুলোতে আমন্ত্রন করা হয় না বলেও অভিযোগ উঠেছে। একপর্যায়ে ইউনিয়নটির ত্যাগী ও বঞ্চিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নটির আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি সেলিম মিয়ার স্মরণে ফুয়াদ চৌধুরী অডিটোরিয়াম হলে আলোচনা সভা করে।
ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পৃথকভাবে পালনেরও সিদ্ধান্ত গ্রহন করে। আ’লীগের ত্যাগী কর্মীদের আয়োজনে মানব-বন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন আ’লীগের সাবেক সিনয়র সহ-সভাপতি আবুল কাশেম সুধা, সাবেক সাধারন সম্পাদক খন্দকার সাইফুর রহমান সুমন, ৩৪ বছরের সাবেক সভাপতি নুরুল মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক রুহুল আমীন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও ৪ নংওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মিলন মিয়া, ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি দেলবর মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি/সম্পাদক ও কর্মীবৃন্দ। বক্তরা এ সময় নতুন কমিটিতে হাইব্রিড অনুপ্রবেশকারীদের বহিস্কার ও বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবী করে স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।