রংপুরের হারাগাছে তামাক চুরির অপরাধে আটক দুই
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় হারাগাছ বিড়ি কারখানা থেকে তিন বস্তা তামাক চুরি করে পালানোর সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার হারাগাছ পৌরসভার গফুর বিড়ি কারখানায় এ চুরির ঘটনা ঘটে।
পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে রংপুর আদালতে পাঠায়েছে।
হারাগাছ থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, পৌর এলাকার গফুরটারী গ্রামে বুধবার রাত দুইটার দিকে গফুর বিড়ি কারখানার গোডাউন তালা ভেঙ্গে তিন বস্তা মিক্সার তামাক বের করে ওই কারখানার সিকিউরিটি গার্ড হকবাজার নয়াটারি গ্রামের শামীম মিয়া। শামীম মরনেয়া গ্রামের ভ্যানচালক আমিনুল ইসলামের গাড়িতে চোরাই তামাক নিয়ে পালানোর সময় তাদেরকে আটক করে কারখানায় দায়িত্বে থাকা অন্য লোকজন।
এসময় চুরির ঘটনার সাথে জড়িত মুন্সি পাড়া গ্রামের নুরজ্জামান পালিয়ে যায়। পরে লোকজন আটক দুই যুবককে তামাক চুরির অভিযোগে মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক দুই যুবককে পুলিশে সোপর্দ করে কারখানার লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে আটক দুই যুবককে উদ্ধার করে হারাগাছ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিড়ি কারখানার পরিচালক ইমতিয়াজ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে চুরির মামলা দায়ের করেছে। মামলায় দুই জনকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।