DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে পেট্রোল বোমা উদ্ধার

Abdullah
অক্টোবর ২৯, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে পেট্রোল বোমা উদ্ধার

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীর গ্রাণ্ড হোটেলস্থ বিএনপির দলীয় কার্যালয়ের পিছনে থেকে ৯ পেট্রোল বোমা উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

আজ রোববার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ১টা দিকে এ পেট্রোল বোমা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজুর রহমান।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, সকালে বিএনপির ২৫/৩০ জন নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে ইটপাটকেল উদ্ধার করে পুলিশ। পরবর্তিতে কার্যালয়ের আশে পাশে তল্লাশি চালিয়ে কার্যালয়ের পিছনে থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১