রংপুরে মাদক বিক্রি ও বহন করছে একাধিক নারী সিন্ডিকেট
রিয়াজুল হক সাগর/রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে মাদকদ্রব্য বহন ও বিক্রি করছে একাধিক নারী সিন্ডিকেট। পুলিশ ও র্যাবের অভিযানে প্রায়ই ধরা পড়ছে নারী মাদক ব্যবসায়ীরা। পুরুষদের চেয়ে নারীদের দিয়ে মাদক পরিবহন অনেক নিরাপদ। অনেক সময় নারী মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সন্দেহের বাইরে থাকেন। এ কারণে নারীদের মাদক ব্যবসায় ব্যবহার করছে একটি চক্র।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকার বেনুঘাট গ্রাম থেকে মমতাজ বেগম (২৫)কে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ। তার শয়ন ঘর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে নগরীর খাসবাগ এলাকা থেকে ৬শ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এর কয়েকদিন আগে নগরীর কাচারি বাজার এলাকায় ৪ বোতল ফেনসিডিল বিক্রি করা সময় এক নারীকে আটক করা হয়।
এদিকে র্যাব সূত্রে জানা গেছে, শনিবার র্যাব-১৩ এর একটি দল দিনাজপুর জেলার ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেন তল্লাশি করে ৩৫০ গ্রাম হেরোইনসহ নিলুফা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেন। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছেন।
সূত্র মতে প্রতিদিনই রংপুর নগরীসহ আশপাশের জেলাগুলো থেকে মাদকের চালান আসছে। এসব চালানের উল্লেখযোগ্য একটি অংশ নারী মাদক ব্যবসায়ীরা বহন ও বিক্রি করছে। আইন শৃঙ্খলাবাহিনীর হাতে মাঝে মধ্যে দুই একজন ধরা পড়লেও অনেক নারী মাদক ব্যবসায়ী রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, নারী-পুরুষ যেই হোক না কেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান ।