রংপুরে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন
- আপডেট সময় : ১০:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১০৫৭ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ অভিযানকে বেগবান করতে রংপুরে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার মো: আবদুল ওয়াহাব ভূঞা।
এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি এবং সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
এসময় বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো: মতলুবুর রহমান, রংপুর রেন্জ কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ। এতে ৬০ টি নার্সারীর স্টল স্থান পেয়েছে। বৃক্ষ মেলা চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত।



















