রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ দিনাজপুর জেলা
রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃবাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা হয়েছে। রোববার সকালে ডিআইজি রংপুর রেঞ্জ কার্যালয় সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন, ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
সভায় রংপুর রেঞ্জে গত এপ্রিল মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও সভায় এপ্রিল মাসে এ রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল ক্যাটাগরিতে লালমনিরহাট জেলার এ-সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মারুফা জামাল, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ আকতার হোসেন, শ্রেষ্ঠ বিট অফিসার লালমনিরহাট সদর থানার এসআই মোঃ আজমীর হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার দিনাজপুর জেলার বিরামপুর থানার এসআই মোঃ মোস্তাফিজার রহমান, শ্রেষ্ঠ এএসআই লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার এএসআই মোঃ সেলিম আহম্মেদ, শ্রেষ্ঠ থানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক একেএম মেহেদী হাসান, শ্রেষ্ঠ জেলা হিসেবে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, হত্যার চেষ্টায় হাত কর্তন মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কুড়িগ্রাম জেলার এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, অপরহণসহ ক্লুলেস খুন মামলার আসামী গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার ও মামলার রহস্য উদ্ঘাটনের জন্য লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, দস্যুতা মামলার লুন্ঠিত মালামাল উদ্ধারসহ আসামী গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের জন্য পঞ্চগড় ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ আঃ রাজ্জাক, ক্লুলেস খুন মামলার আসামী গ্রেফতারসহ রহস্য উদ্ঘাটনের জন্য রংপুর ডিবি’র এসআই মোঃ আবু হোসেন, এসআই মোঃ মনিরুজ্জামান ও নীলফামারী সদর থানার এসআই মোঃ আঃ ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মোঃ ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার মোঃ আব্দুল লতিফ, রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মাদ ইউসুফ আলী, গাইবান্ধার পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী, রংপুর রেঞ্জের সহকারি পুলিশ সুপার এ, বি, এম জাহিদুল ইসলাম।