রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন কর্মপরিকল্পনায় রংপুর মহানগরী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ০৯ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ০২ জন গ্রেফতার করা হয়।
ঘটনা-১ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার, এএসআই (নিঃ) মোঃ তৈবুর রহমান, এএসআই (নিঃ) মোঃ শাহাদুল ইসলাম, এএসআই (নিঃ) আলতাব হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর হারাগাছ থানাধীন গুলাল বুধাই জমচওড়া গ্রেফতারকৃত আসামী মোঃ শরিফুল ইসলাম (২৫) পিতা- এমারত আলী, সাং- গুলাল বুধাই, থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর এর বসত বাড়ির আঙ্গিনা থেকে ০৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ঘটনা-২ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক( নিঃ) মোঃ সালেহ আহমেদ পাঠান এর নেতৃত্বে এসআই নিরস্ত্রঃ মোঃ গোলাম মোর্শেদ, এসআই নিরস্ত্রঃ মোঃ নাজমুল ইসলাম, এসআই নিরস্ত্রঃ মোঃ বাবুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আরপিএমপি পরশুরাম থানাধীন বুড়িরহাট রোডস্থ বুড়িরহাট জুট মিলের সামনে অভিযান পরিচালনা করিয়া অবৈধ মাদকদ্রব্য ২৫০ গ্রাম শুকনা মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার অপরাধে আসামী মোঃ জাহিদুল ইসলাম (৩০), পিতাঃ মৃত- মেহের আলী মাতা- আহেদা বেগম, সাং পূর্ব গোয়ালু ,থানাঃ হাজীরহাট, মহানগর রংপুর-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারাধ মামলা দায়ের প্রক্রিয়াধীন