DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বা‌নিয়াচং‌য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Astha Desk
মার্চ ২০, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বা‌নিয়াচং‌য়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান/বানিয়াচং প্র‌তি‌নি‌ধিঃ

 

হবিগঞ্জ জেলার বা‌নিয়াচং‌য়ে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও রমজানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টায় উপ‌জেলা পরিষদ সভাকক্ষে উপ‌জেলা নির্বাহী অফিসার পদ্মসন সিং‌হ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কা‌শেম চৌধুরী।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, জনাব আলী কলেজের সাবেক ভিপি শাহনেওয়াজ ফুল, বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আংগুর মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবা‌দিক দিলোয়ার হোসাইন, শাহ সুমন, হৃদয় খান, ব্যাবসায়ী নেতা হাফিজুর রহমান, মতিউর রহমান, রিপন খান, শাহ আলম, মঞ্জিল মিয়া প্রমুখ।

 

 

সভায় পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত সক্রিয় রাখার কথা উল্লেখ করে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের মূল্যতালিকা প্রর্দশন, ভেজাল খাবার পরিহার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তাদের কাছে নায্যমূল্যে বিক্রির বিষয় ব্যাবসায়ীদের নিশ্চিত করতে হবে।
এছাড়া ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় ও বিপনন থেকে বিরত থাকার জন্য ও আহবান জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]