রাঙামাটিতে নির্মানাধীন ব্রিজ ধ্বসে হতাহত-একুশ
- আপডেট সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১০৯০ বার পড়া হয়েছে
রাঙামাটিতে নির্মানাধীন ব্রিজ ধ্বসে হতাহত-একুশ
রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার আসামবস্তি-কাপ্তাই রোডের মগবানে নির্মানাধীন ব্রীজ ধ্বসে ১ জন নিহত ও ২০জন আহত হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকের নাম মোঃ রফিক (৩০)। আজ বৃহস্পতিবার সকালে ব্রিজ ঢালাই দেয়ার পরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এলজিইডির সড়ক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে নির্মাণ কাজ করছে।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আসামবস্তি- কাপ্তাই সড়কের মগবান এলাকায় ব্রীজস্ল্যাবের ঢালাই কাজ করার সময় ব্রীজটি ভেঙে পড়ে যায়। এ সময় ৪০ জন শ্রমিক কাজ করছিল। ব্রীজটি ভেঙে গেলে সকলে কংক্রিটের নিচে চাপা পড়লে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টীমও এদের সাথে উদ্ধার কাজে অংশ নেয়।
উদ্ধারকৃত শ্রমিকদের ট্রাকে করে হাসপাতালে নিয়ে গেলে জেনারেল হাসপাতালে তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে রফিক নামে এক শ্রমিককে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

আহত ২০জন শ্রমিকের র মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৪জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালে আসা শ্রমিক ও তাদের স্বজনরা ঘটনার জন্য ঠিকাদার এবং ব্রীজের কাজে নিয়োজিত মিস্ত্রিকে দায়ী করেন। তারা বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও কাজের গুণগত মানের কারণে ব্রীজে ঢালাই করা অবস্থায় ব্রীজটি ভেঙে পড়ে।

এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
















