রাঙামাটিতে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-২
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি’র বেতবুনিয়া ও সদর থানার পৃথক দু’টি স্থান থেকে মঙ্গলবার পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে। এরা হলো, আনুমং মার্মা(২৯) ও কালি শংকর চাকমা (৩৭)।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কাপ্তাই সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব’র
তত্ত্বাবধানে কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী’র নেতৃত্বে এসআই মো: সাখাওয়াত হোসেন, এএসআই হাবিবুর রহমান খান ও সঙ্গীয় ফোর্সসহ ঝটিকা অভিযান চালিয়ে কাউখালীর বেতবুনিয়া ইউনিয়নের ডাইলংপাড়া থেকে আনু মং মার্মাকে আটক করে। এরপর তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১ টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ম্যাগাজিনে ভর্তি ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। আটক অস্ত্রধারী একই এলাকার থুইলা প্রু মার্মা’র ছেলে।
একই দিন রাঙামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন’র তত্ত্বাবধানে এএসআই সুরেশ দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে সজাপ্রাপ্ত ও ৩ মামলায় পরোয়ানাভুক্ত কালি শংকর চাকমাকে আটকে সক্ষম হয়। তার বিরুদ্ধে তিনটি মামলার মধ্যে জিআর-১টি, জিআর ১টিতে সাজা এবং সিআর ১টিতে বিভিন্ন মেয়াদে সাজা, ক্ষতিপূরণ ও অর্থ দন্ডে দন্ডিত।
আটক দু’জনকে মঙ্গলবার আাদালতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাদেরকে জেলে প্রেরণ করেন।
মুহাম্মদ ইলিয়াস
০২-০৫-২০২৩/রাঙামাটি-০১৭৩৯৩৫৪১৬১