রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীর আত্মহত্যা
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির ইসলামপুরে ফাঁসি দিয়ে এক প্রতিবন্ধী কিশোরী আত্মহত্যা করেছেন। আজ রোববার (২১মে) দুপুরে নিজ ঘরে এ ঘটনা ঘটে। রাঙামাটি কোতয়ালী থানার ওসি তদন্ত মোঃ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, রাঙামাটির দ্বীপ এলাকা ইসলামপুরে নিজ ঘরের ডাশার সাথে গলায় ওড়নার পেচিয়ে ফাঁস দিয়ে এক প্রতিবন্ধী কিশোরী আত্মহত্যা করেছে। নিহত তানিয়া আক্তার বৃষ্টি প্রকাশ মিনু (১৪)। সে রাঙামাটি সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় মোঃ রফিকুল ইসলাম’র মেয়ে।
নিহতে পরিবার জানায়, অভিমানি এ কিশোরী পরিবারের অন্যান্য সদস্যদের অলক্ষ্যে গলায় ওড়না পেচিয়ে ঘরের ডাশার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি তদন্ত মো: আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপমৃত্যু মামল প্রক্রিয়াধীন।