DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

Astha Desk
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সদর সেনা জোনের বিশেষ অভিযানে এসএমজি, রাইফেলসহ বিপুল পরিমানে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি সদর জোন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি সদর সেনা জোন হতে ১টি বি টাইপ পেট্রোল দল নানিয়ারচর উপজেলার তইন্নাছড়ি, যমচুগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

একটি কিয়াংঘর এর নিচ হতে ১টি এসএমজি, ১টি চায়না রাইফেল টি-৮১, ১টি বোম্ব ৪০ মিঃ মিঃ এইচই এমজি-৩টি, ৩টি ম্যাগাজিন (২টি এসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেএসএস (মূল) দলের সন্ত্রাসী আত্মসমর্পন করে। রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ সকল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮