শিরোনাম:
রাজধানীতে চলন্ত বাসে আগুন
Astha DESK
- আপডেট সময় : ০৯:৫১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১০৬৯ বার পড়া হয়েছে
রাজধানীতে চলন্ত বাসে আগুন
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়তে ইসলামী বাংলাদেশ ও গণঅধিকার পরিষদসহ সমমাননা কয়েকটি দলের ডাকা হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না।
প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা য়ায, চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখা গেছে।
ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেননি।
গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে।