রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যু
- আপডেট সময় : ০২:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৪৪ বার পড়া হয়েছে
রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে সুস্মিতা সাহা (২৮) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ লাশ উদ্ধার করা হয়।
সে জামজলপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের সনজিৎ কুমারের মেয়ে। তিনি মিরপুর ডেন্টাল কলেজের আবাসিক ছাত্রীনিবাসে থাকতেন।
পুলিশ বলছে, প্রেমের সম্পর্কে অবনতি হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে তাঁর।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক পরিমল চন্দ্র সরকার বলেন, সংবাদ পেয়ে আমরা নাবিস্কোর মোড় ইন ফাস্ট হাসপাতাল থেকে ওই নারী চিকিৎসকের লাশ উদ্ধার করি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সম্পর্ক অবনতি হওয়ার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বাসায় তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিচিত লোকজন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
















