DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৪ঠা জুন ২০২৩
ঢাকারবিবার ৪ঠা জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে শিক্ষক হত্যার ৫ আসামী অস্ত্র-গুলিসহ আটক

Online Incharge
মে ৬, ২০২৩ ৩:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে শিক্ষক হত্যার ৫ আসামী অস্ত্র-গুলিসহ আটক

 

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত‍্যার ঘটনায় পাঁচ আসামীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

 

আটকরা হলো-কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের বাদল সরকার (১৯), আকাশ সরকার (১৯), শাকিবুল হাসান (১৮), রামপ্রসাদ সরকার (১৮), বিজয় কুমার সরকার (১৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক ও দুইটি কার্তুজ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিলুজ্জামান বলেন, আটকরা হত‍্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, গত রোববার রাত ৯টার দিকে কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পরে মঙ্গলবার স্ত্রী বাদি হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করে।

 

এদিকে মামলা দায়েরের পর অসিত প্রামাণিক নামে এক আসামিকে আটক করে পুলিশ। বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা অসিত প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী। পরদিন বুধবার আটক অসিতকে রাজবাড়ীর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এ বিষয়ে পুলিশ সুপার শাকিলুজ্জামান আস্থাকে বলেন, “নিহতের পরিবার মামলার এজাহারে উল্লেখ করেছেন গ্রেপ্তারকৃত অসিতের সঙ্গে ব‍্যবসায়িক ও জায়গা জমি নিয়ে মিজানুরের দ্বন্দ্ব ছিলো। এটা তাদের সন্দেহের কথা। আমরা বিষয়টি সেভাবেই দেখছি। তবে এই মামলায় এখনো তদন্ত চলছে। সেই সাথে জড়িত অন‍্যদের আটকের চেষ্টা অব‍্যহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমুখ।

 

আরো পড়ুন :  কুমিল্লায় অনলাইন প্রতারনায় তিন প্রতারক আটক

প্রসঙ্গত, একই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা মিজানুর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সার, কীটনাশক ও ভূষি মালের ব্যবসা করতেন তিনি। ঘটনার দিন তার দোকানে ‘হালখাতা’ করা হয়েছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৫
  • ৬:৪৬
  • ৮:১১
  • ৫:১০