রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১১৩৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান এর দিক নির্দেশনার আলোকে পাংশা থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাহাদত হোসেন এর নেতৃত্বে পাংশা উপজেলার বারেক মোড় এলাকা থেকে সোমবার সকালে ১০টি ধারালো রামদাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেনন, একই উপজেলার মাগুড়াডাঙ্গি গ্রামের জলিল শেখের ছেলে উজ্জল শেখ ও শহিদুল ইসলাম শেখের ছেলে আহাদ শেখ।
পাংশা থানার ওসি মো. শাহাদত হোসেন জানান, নিয়মিত ডিউটি করার সময় বারেকমোড় এলাকায় একটি ইঞ্জিন চালিত ভ্যানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটির গতিরোধ করে কর্তব্যরত পুলিশ।
আরও পড়ুন ঃরাজবাড়ীর কালুখালীতে ২ জন ভুয়া পুলিশ ও ১ জন গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
পরে ভ্যানের উপর কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা ১০টি ধারালো রামদা উদ্ধার ও দুজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা দায়েরের পর রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।













